ওয়েব ডেস্ক: অনিল কুম্বলে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নেন রবি শাস্ত্রী। আর সেই থেকে অপরাজিত টিম ইন্ডিয়া। টানা জিতেই যাচ্ছে বিরাট কোহলির দল। প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টেস্ট জেতা। আর তারপর এখনও পর্যন্ত চারটে একদিনের ম্যাচ জেতা। কীভাবে এমন সাফল্য? শুধুই শ্রীলঙ্কা দুর্বল দল বলে? নাকি রয়েছে, অন্য কারণও। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী জানাচ্ছেন, বদলে গিয়েছে ড্রেসিংরুমের পরিবেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাট এবং ধোনির সম্পর্ক নিয়ে রবি শাস্ত্রী কী বললেন জানেন?


শাস্ত্রী বিসিসিআই ডট টিভিকে এক সাক্ষাতকারে বলেছেন, 'যখন দলের সকলের মানসিকতা একরকম হয়, তখন সবকিছুই অনেক সুবিধাজনক হয়ে যায়। আপনি যখন এই ভারতীয় দলকে খেলতে দেখবেন মাঠে, তখন ভাল লাগবে। আসলে ড্রেসিংরুম থেকে বিশ্বাসটাই চলে গিয়েছিল। কিন্তু, এখন আবার সেটা ফিরে এসেছে। এই দলটায় সেই অর্থে কোনও সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই। কারণ, প্রত্যেকের অবদানেই দল জেতে। আর মাঠে ক্যাপ্টেনই বস। এগুলোই এই ভারতীয় দলের সাফল্য পাওয়ার অন্যতম কারণ।'


আরও পড়ুন  ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার থেকে আর প্রতি বছর হবে না