নিজস্ব প্রতিবেদন :  ইংলিশ চ্যানেলে নিখোঁজ বিমানে এমিলিয়ানো সালার মৃত্যু হয়েছে বলেই অনুমান করছেন অনেকে। প্রায় দুদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি দুর্ঘটনার কবলে পড়া বিমানটির। শনিবারই ফরাসি ক্লাব নঁতে থেকে ১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে সই করেন আর্জেন্তিনিয় স্ট্রাইকার সালা। সোমবারই ছোট বিমানে চেপে কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেন ২৮ বছর বয়সী ওই ফুটবলার। তারপরেই ইংলিশ চ্যানেলে বিমানটি নিখোঁজ হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারি মহম্মদ শামি


সোমবার সন্ধেয় নঁতে থেকে যে পাইপার ম্যালিবু বিমানটি উড়ান দেয় তার যাত্রী ছিলেন সালা। ফরাসি অসামরিক বিমান কর্তৃপক্ষ সে ব্যাপারে নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ফ্রান্সের উপকূলবর্তী গার্নসি অতিক্রম করার পরই জরুরি অবতরণের বিষয়ে জানায় বিমানটির পাইলট। তারপরেই এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির সঙ্গে। অল্ডারনি দ্বীপ থেকে ২৪ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে বিমানটি-এমন তথ্যও পাওয়া গিয়েছে। এরপরেই গার্নসি ও ব্রিটেনের একদল উদ্ধারকারী হেলিকপ্টার ও লাইফবেল্ট নিয়ে নেমে পড়ে বিমানটি উদ্ধার অভিযানে। দীর্ঘ এলাকা জুড়ে অভিযান চালিয়েও কিন্তু ওই নিখোঁজ বিমানের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবেই ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে কী অবস্থায় আছে তার কোনও ধারণা পাওয়া যাচ্ছে না। তাই অনুমান করা হচ্ছে বিমানটির যাত্রীরাও কেউ সুরক্ষিত নেই। ফলে ওই বিমানের যাত্রী এমিলিয়ানো সালারও মৃত্যু হয়েছে বলেই অনুমান করছেন অধিকাংশ মানুষজন।