জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০১৯। স্কটল্যান্ডের মাদারওয়েল ফুটবল ক্লাব থেকে ভারতে এসেছিলেন কার্ল ম্য়াকহিউ (Carl McHugh)। আইরিশ মিডফিল্ডার, এটিকে (ATK) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) মিলিয়ে চার মরসুম কাটিয়েছেন। জিতেছেন জোড়া ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। এই কয়েক বছরে শুধু ক্লাবেরই নন, সবুজ-মেরুন সমর্থকদেরও হৃদয়ে জুড়ে ছিলেন কার্ল। হয়ে গিয়েছিলেন মিডফিল্ড জেনারেল। সেই কার্ল এবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: মাঠে কামিন্স-থাপা-সাদিকু ম্যাজিক! বেনজির ঘটনা সবুজ-মেরুনের ড্র ম্যাচে



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)