Carlos Alcaraz | Wimbledon 2023: উইম্বলডনে তারুণ্যের উত্থান, আলকারাজ আগুনে ছারখার জোকোভিচ!
Carlos Alcaraz Beats Novak Djokovic To Clinch Wimbledon 2023: কিংবদন্তি নোভাক জকোভিচকে উইম্বলডনের ফাইনালে হারিয়ে দিলেন কার্লোস আলকারাজ। টেনিসবিশ্বকে স্প্যানিশ যোদ্ধা জানিয়ে দিলেন যে, আগামীর নক্ষত্র এসে গিয়েছে। অসহায় আত্মসমর্পণ করলেন `জোকার`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইম্বলডনের ফাইনালে (Wimbledon 2023 Final) মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এবং দু’নম্বর নোভাক জোকোভিচ (Novak Djokovic)। অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোসেট ক্লাবে (All England Lawn Tennis and Croquet Club) জোকোভিচের লক্ষ্য ছিল কেরিয়ারের অষ্টম উইম্বলডন খেতাব জিতে রজার ফেডেরারকে (Roger Federer) স্পর্শ করার। অন্যদিকে স্পেনের বছর কুড়ির আলকারাজের মিশন ছিল গতবছর যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার। চলতি উইম্বলডনে পুরুষ বিভাগের দুই ফাইনালিস্টের নাম ঘোষণা হওয়ার পরেই, একটা কথা বারবার বলা হচ্ছিল, এই ম্যাচ হতে চলেছে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই। কিংবদন্তি জকোভিচের থেকে ১৬ বছরের ছোট আলকারাজ। স্প্যানিশ যুবককেই টেনিসবিশ্ব আগামীর মহাতারকা হিসেবে দেখছে। রবিবাসরীয় মহারণে শেষ হাসি হাসলেন সেই আলকারাজই। তিনি হয়ে গেলেন 'জায়ান্ট কিলার'! আলকারাজ জিতলেন ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। ঘাসের কোর্টে কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
আরও পড়ুন: Wimbledon 2023 Final: ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা
টুর্নামেন্টের শুরু থেকেই আলকারাজকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। ফাইনালে নামার আগেও তিনি হুঙ্কার দিয়েছিলেন জকোভিচকে হারাবেন বলে। আর সেটাই করে দেখালেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আগামী সোমবার টেনিসের যে নতুন ক্রমতালিকা প্রকাশিত হবে সেখানে বিশ্বের এক নম্বর হিসেবে আলকারাজের নামটাই জ্বলজ্বল করবে। কারণ উইম্বলডন ফাইনালের আগেই জানা গিয়েছিল যে, চ্যাম্পিয়ন যেই হবেন, সেই চলে যাবেন মগডালে। উইম্বলডনের ফাইনালে জিতে একেই থাকলেন এক নম্বর। ফাইনালের মতো ফাইনাল দেখল সেন্টার কোর্ট। রুদ্ধশ্বাস, হাড্ডাহাড্ডি, নেক-টু-নেক শব্দগুলো জুড়ে থাকল ৪ ঘণ্টা ৪২ মিনিটের পাঁচ সেটের সুপার সানডে সাসপেন্সে। চলতি বছর দু'টি গ্র্যান্ড স্ল্যামই জিতেছিলেন জোকোভিচ। কিন্তু তিন নম্বরটা জেতা হল না তাঁর।
আলকারাজ কোর্টে নামার আগে থেকেই ছিলেন চূড়ান্ত প্রত্যয়ী। ফাইনাল খেলার স্বপ্ন দেখতেন তিনি। ডেভিড হয়েও বলে দিয়েছিলেন যে, গোলিয়াথকে তিনি হারাবেন, আর সেটাই করে দেখালেন। প্রথম সেটে আলকারাজকে উড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ। অনেকেই মনে করেছিলেন'মর্নিং শোজ দ্য় ডে' প্রবাদই সত্যি হবে। ভিভিআইপি-তে ঠাসা রবিবাসরীয় ফাইনাল হয়তো নিয়ে যাবেন জোকোভিচই। কিন্তু ১-৬ হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় সেটেই অনবদ্য কামব্যাক করেন আলকারাজ। তাঁর খেলা দেখে থ হয়ে গিয়েছিল সেন্টার কোর্ট। ৭-৬ টাইব্রেকারে সেট নিজের পকেটে পুরে ফেলেন। তৃতীয় সেটে আরও জাঁকিয়ে বসেন আলকারাজ। বুঝিয়ে দেন জোকোভিচের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে তিনি নেমেছেন কোর্টে। জকোভিচকে ৬-১ ব্যবধানে হারিয়ে ফের চমকে দেন তিনি। তবে জোকোভিচও যে সর্বকালের সেরাদেরই একজন। এই খেলার কিংবদন্তি তিনি। ঠান্ডা মাথায় বহু ফাইনাল বার করার নীল নকশা মুহর্তে ছকে ফেলার ক্ষমতা আছে তাঁর। আর সেই পথে হেঁটেই ৬-৩ ব্যবধানে চতুর্থ সেট জিতে নেন জকোভিচ। তবে আলকারাজ যেন আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়েই নেমেছিলেন যে, 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী'! ফের অসাধারণ টেনিস খেলেন তিনি। ৬-৪-এ পাঁচ নম্বর সেট জিতে, জকোভিচের মুখের গ্রাস কেড়ে নেন। প্রথমবারের মতো উইম্বলডন জিতে বিজয়ীর হাসি হাসলেন আলকারাজ।
আরও পড়ুন: Carlos Alcaraz | Wimbledon 2023: উইম্বলডনে তারুণ্যের উত্থান, আলকারাজ আগুনে ছারখার জোকোভিচ!