ওয়েব ডেস্ক: ইউরোপা লিগের ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোকে এক-শূন্য গোলে হারিয়ে প্রথমবার ইউরোপা লিগ জয়ের হাতছানি রেড ডেভিলসদের সামনে। মার্কাস র‍্যাশফোর্ডের ফ্রি কিক থেকে করা দুরন্ত গোলের সৌজন্যে জয় পায় ম্যান ইউ। ম্যাচ শেষ হওয়ার তেইশ মিনিট আগে গোল করে মরসুমেনর এগারোতম গোলটি করেন র‍্যাশফোর্ড। এগারোই মে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। চব্বিশে মে স্টকহোমে ফাইনাল। চ্যাম্পিয়ন হলে আগামী বছর সরারসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে ম্যান ইউ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চেয়ে বিসিসিআইয়ের উপর চাপ বাড়ালেন কুম্বলে


অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পরই ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনেই প্রথম ক্রীড়াবিদ যার ইনস্টাগ্রামে দশ কোটি ফলোয়ার রয়েছেন। সেক্ষেত্রে বলাই যেতে পারে মাঠে সমানে-সমানে টক্কর দিলেও ফলোয়ারের সংখ্যার বিচারে রোনাল্ডোর কাছে পিছিয়ে পড়লেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ারের সংখ্যা সত্তর মিলিয়ন।


আরও পড়ুন  স্বস্তির নিশ্বাস ফেললেন লিওনেল মেসি, অর্ধেক স্বস্তি নেইমারেরও