CFL 2019: ঘরোয়া লিগে জয়ে ফিরল মোহনবাগান, রেনবোকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড
এদিন কোচ হিসেবে অভিষেক হল সৌমিক দে-র।
নিজস্ব প্রতিবেদন : ঘরোয়া লিগে জয়ে ফিরল মোহনবাগান। এরিয়ানের কাছে হারের ধাক্কা কাটিয়ে রেনবোর বিরুদ্ধে জয়ে ফিরল কিবু ভিকুনার দল। কল্যাণীতে রেনবো এসি-কে ১-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড।
এদিন কোচ হিসেবে অভিষেক হল সৌমিক দে-র। বরং বলা ভাল নিউ ব্যারাকপুর রেনবো এসি-র টিডি হিসেবে কল্যাণীতে মোহনবাগানের বিরুদ্ধে অভিষেক হল সৌমিক দে-র। প্রথমার্ধ বাগান ব্রিগেডকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে বেইতিয়ার কর্নার থেকে হেডে বাগানের জয়সূচক গোলটি করেন শুভ ঘোষ।
জমে উঠেছে কলকাতা লিগের লড়াই। শনিবার কাস্টমসের সঙ্গে ড্র করে পিয়ারলেস। রবিবার রেনবোকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এল মোহনবাগান। ৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে পিয়ারলেসের পয়েন্টও ১৪।
আরও পড়ুন - বাবার গোলের সেলিব্রেশন নকল করে ভাইরাল মেসির ছেলে