নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া লিগে প্রথম জয় পেল মোহনবাগান। কল্যাণীতে বিএসএস-কে ২-১ গোলে হারিয়ে ডার্বির আগে স্বস্তিতে সবুজ-মেরুন ব্রিগেড। জয়ের মধ্যে বাগান কোচের চিন্তায় সেই নড়বড়ে রক্ষণ। অন্যদিকে ডার্বির মহড়ায় বড় জয় ইস্টবেঙ্গলের। এরিয়ানকে ৩-০ গোলে হারাল আলেসান্দ্রোর লাল-হলুদ ব্রিগেড। রবিবার মরশুমের প্রথম বড় ম্যাচের আগে জয় পেল কলকাতার দুই প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বড় ম্যাচের আগে স্বস্তির জয় মোহনবাগানের। বুধবার কল্যাণীতে বিএসএস-কে ২-১ গোলে হারিয়ে প্রথম জয় পেল সবুজ-মেরুন। পেনাল্টি নষ্ট করেও জিতল ভিকুনা ব্রিগেড। ডার্বির আগে ফের গোল পেলেন সালভা চামারো। খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু পেনাল্টি নষ্ট করেন ফ্রান গঞ্জালেস। তবে বিরতির আগেই সালভার গোলে এগিয়ে যায় মোহনবাগান। সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি সবুজ-মেরুন সমর্থকদের। তিন মিনিটের মধ্যেই বাগান ডিফেন্সের ভুল থেকে গোল করে যান বিএসএস-এর ওপোকু। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাগানের জয় নিশ্চিত করেন নাওরেম। তিন পয়েন্ট, সালভার গোল ভিকুনার কাছে ইতিবাচক হলেও, বাগান ডিফেন্সের গোল না খাওয়ার অভ্যাস না বদলানো চিন্তায় রাখবে ভিকুনাকে।  


আরও পড়ুন - এবার হায়দরাবাদের দল খেলবে আইএসএল-এ?


অন্যদিকে প্রতিবেশী ক্লাব এরিয়ানকে ৩-০ গোলে হারিয়ে রবিবারের বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল আলেসান্দ্রো ব্রিগেড। ইস্টবেঙ্গল মাঠে বুধবার ৯০ মিনিট জুড়ে কোলাডোর পাসের ফুলঝুরি দেখল ময়দান। জোড়া গোল করলেন কোলাডো। অন্য গোলটি ডিকার। হতে পারত আরও চার-পাঁচটা গোল। ডিকা-কোলাডোদের দাপটে গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায় নি এরিয়ানকে। বিরতির ঠিক আগে লালরিনডিকার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ জুড়ে কোলাডোর ক্যারিশমা। জোড়া গোল করলেম স্প্যানিশ স্ট্রাইকার। বিদ্যাসাগর, রোনাল্ডোরা গোল মিস না করলে আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল।