নিজস্ব প্রতিবেদন: এবার ঘরোয়া লিগের বড় ম্যাচ খেলাবেন ভিন রাজ্যের রেফারি। বড় ম্যাচ ঘিরে প্রতিবার রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে দুই প্রধান। এবার সেই অসন্তোষ এড়াতে আগে ভাগেই আসরে নামল আইএফএ। রবিবার কলকাতা লিগের ডার্বিতে দেখা যাবে ভিন রাজ্যের রেফারিকে। ইতিমধ্যেই সমস্ত প্রক্রিয়া সেরে রেখেছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পয়লা সেপ্টেম্বর যুবভারতীতে মরশুমের প্রথম বড় ম্যাচ। ডার্বিতে সুষ্ঠুভাবে ম্যাচ দেখার জন্য দুই প্রধানের সমর্থকদের কাছে আর্জি জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। রবিবারের মেগা ডার্বিতে দর্শকদের মধ্যে যদি কোনও গণ্ডগোল হয় তাহলে ভবিষ্যতে যুবভারতীতে ডার্বি নাও অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়ে রাখলেন আইএফএ সচিব।


আরও পড়ুন - US Open 2019: সেরেনা ঝড়ে প্রথম রাউন্ডেই উড়ে গেলেন শারাপোভা


এদিকে শুক্রবার শহরের এক হোটেলে দুই প্রধানের কোচ আর অধিনায়ককে নিয়ে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই প্রথমবার ঘরোয়া লিগে ডার্বির সাংবাদিক সম্মেলন কোনও হোটেলে আয়োজন করা হচ্ছে। শুক্রবারের এই সাংবাদিক সম্মেলনে সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।