নিজস্ব প্রতিবেদন :  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নূ ক্যাম্পে মেসি ম্যাজিক। প্রথম লেগে লিঁও-র ঘরের মাঠে গোলশূন্য ড্র হয়েছিল। ফিরতি লেগে বুধবার মেসির জোড়া গোলে অলিম্পিক লিঁওকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বুধবার ম্যাচের ১৭ মিনিটেই লিও মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা।  মেসির বাড়ানো বল ধরে এগিয়ে যাওয়া লুই সুয়ারেজকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে পানেনকা শটে গোল করেন এলএমটেন। কিছুক্ষণ পরে বল দখলের লড়াইয়ে কুটিনহোর পায়ে লিঁও-র গোলরক্ষক লোপেজের মাথায় আঘাত লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অসুস্থ বোধ করায় ৩৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এদিকে ৩১ মিনিটে কুটিনহোর গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আরনেস্তে ভালভের্দের দল।



৫৮ মিনিটে তুজার গোলে ব্যবধান কমায় লিঁও। ৭৮ মিনিটে মেসির গোলে স্কোরলাইন ৩-১ হয়। ক্লাব ফুটবলে ইউরোপ সেরার আসরে চলতি মরশুমে মেসির এটি অষ্টম গোল।



৮১ মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন জেরার্ড পিকে। পাঁচ মিনিট পর আবারও মেসি জাদু। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ দিকে পাস বাড়ান তিনি। দ্রুত বক্সে ঢুকে ফাঁকায় বল ধরে কোনাকুনি শটে গোল দেম্বেলের। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ৩০ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা।


আরও পড়ুন - IND vs AUS : কোটলায় ক্যাঙারুর কামড়ে কুপোকাত্ কোহলি অ্যান্ড কোম্পানি! একদিনের সিরিজ জয় অজিদের