চ্যাম্পিয়ন্স লিগ : বাসেলকে উড়িয়ে দিল সিটি,জুভেন্তাসের ড্র
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র করল জুভেন্তাস।
নিজস্ব প্রতিবেদন : আর্জেন্তিনিয় তারকাদের দাপট চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম দিনে। অ্যাগুয়েরোর দাপটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগে বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিল পেপ গুয়ার্দিয়ালার দল। অন্যদিকে হিগুয়াইয়েন জোড়া গোলে এগিয়ে গিয়েও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র করল জুভেন্তাস।
মঙ্গলবার সুইস ক্লাব বাসেলের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা সের্জিও অ্যাগুয়েরো গোল করলেন এবং করালেন। জোড়া গোল করলেন ইলকাই গুনদোয়ান। ম্যান সিটির হয়ে ওপর গোলটি করেন বের্নার্দো সিলভা। সুইস চ্যাম্পিয়ন বাসেলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে পা বাড়িয়ে রাখল গুয়ার্দিয়ালার ম্যান সিটি। আগামী মাসে ইত্তিহাদে ফিরতি পর্বের লড়াই।
আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ইতিহাসে বিরাট বাহিনী
অন্যদিকে জমজমাট জুভেন্তাস-টটেনহ্যাম ম্যাচ। ঘরের মাঠে দশ মিনিটের মধ্যে জোড়া গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়াইন।প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিস করে দলকে জয় এনে দিতে ব্যর্থ হলেন সেই হিগুয়াইন। শেষ পর্যন্ত হ্যারি কেইন এবং এরিকসেনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ফিরতি লেগের লড়াইয়ে ঘরের মাঠে ওয়েম্বলিতে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে টটেনহ্যাম।