নিজস্ব প্রতিবেদন : সোমবার থেকে কলকাতায় বসতে চলেছে আইসিসি-র বৈঠক। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও ঝড়ের পূর্বাভাস কলকাতায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বৈঠকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে আইপিএল শীর্ষে ধোনিরা


শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার থিসারা পেরেরার মধ্যে মাঠে ঝামেলা কিংবা দক্ষিণ আফ্রিকায় ড্রেসিংরুমে ঢোকার আগে টানেলে ডেভিড ওয়ার্নার-কুইন্টন ডি'ককের মধ্যে ঝামেলা। অস্বস্তি বাড়িয়েছে আইসিসি-র। কলকাতায় আইসিসি-র বোর্ড মিটিংয়ে নয়া আচরণবিধিতে কড়া শাস্তির সুপারিশ করতে পারে আইসিসি।


আরও পড়ুন- ওয়াঘা সীমান্তে পাক ক্রিকেটারের আচরণে ক্ষুব্ধ ভারতীয় জওয়ানরা


পাশাপাশি চার দিনের এই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও ঝড় উঠতে চলেছে বলে ক্রিকেট মহলের একাংশের ধারণা। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ভারতে। আইসিসি চায় ৫০ ওভারের পরিবর্তে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে। বিসিসিআই ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি করতে অনড়। জগমোহন ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত্ নিয়ে ঝড়ের পূর্বাভাস ডালমিয়ার শহরেই।