টেস্টে লারার মোট রান- ১১৯৫৩।। চন্দ্রপলের মোট রান-১১,৮৬৭  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: আর মাত্র ৮৭ রান করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান করতে পারতেন।  ব্রায়ান লারাকে টপকে তিনিই হতেন ক্যারিবিয়ান ক্রিকেটের টেস্ট রানের বিচারে ফার্স্ট বয়। কিন্তু শেষ অবধি ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের দেশের সর্বোচ্চ টেস্ট রানের মালিক আর হওয়া হল না শিবনারায়ন চন্দ্রপালের। আজ, গায়নার এই বাঁ হাতি ব্যাটসম্যান ৪১ বছর বয়েসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।


গত বছর মে মাসে শেষ টেস্ট খেলা চন্দ্রপলকে নির্বাচক প্রধান ক্লাইভ লয়েড  স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁক আর সুযোগ দেওয়া হবে না। চন্দ্রপলও তবু চেয়েছিলেন কামব্যাক করবেন। ক্যারিবিয়ান ক্রিকেটের বহু যুদ্ধের সেনাপতি চন্দ্রপলের ১৯৯৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ১৬৪টি টেস্টে চন্দ্রপলের ৩০টি শতরান, ৬৬টি অর্ধশতরান আছে। মোট রান ১১,৮৬৭, ব্যাটিং গড় ৫১.৩৭।