ওয়েব ডেস্ক: এবারের ইউরো কাপেও ফ্রান্সের মাঠে ফুল ফুটিয়েছেন বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড। তাই, এবার ইডেন হাজার্ডকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন চেলসির নতুন কোচ অ্যান্টনিও কোন্টে। হাজার্ডকে লিওনেল মেসি অথবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তি করে তুলবেন বলে দাবি করেছেন প্রাক্তন ইতালীয় কোচ। কোন্টের দাবি চেলসি ফুটবলারদের মধ্যে বিশ্বসেরা হওয়ার সবরকম রসদ রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব


তবে দলের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম দরকার বলে দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছেন প্রাক্তন আজুরি কোচ। গত ইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করেছিল চেলসি। এবার নতুন কোচ অ্যান্টনিও কোন্টের তত্বাবধানে ইপিএল জয়ের স্বপ্ন দেখছেন চেলসি সমর্থকরা।


আরও পড়ুন  রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন