সুখেন্দু সরকার: রঞ্জি ক্রিকেটে চিপকে তামিলনাড়ু বধের কয়েক ঘণ্টা পরই যুবভারতীতে আই লিগের ম্যাচে চেন্নাই সিটি এফসি র মুখোমুখি হয়েছিল মোহনবাগান।  প্রতিপক্ষ আই লিগের অপরাজিত দল, লিগের শীর্ষে, আর মোহনবাগান আগের ম্যাচেই ঘরের মাঠে চার্চিলের কাছে হেরেছিল। সেই ম্যাচে সোনি র দুরন্ত গোলে  মোহনবাগান প্রথমে এগিয়ে গেলেও নেস্টর এর গোলে সমতা ফেরায় চেন্নাই। ম্যাচ ১-১ গোলে ড্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোলারদের নিয়ে দুশ্চিন্তার মাঝেই ওপেনিংয়ে বিজয়ের শতরান, চিন্তা কমাল বিরাটের!


ম্যাচের আগের দিন চেন্নাই কোচ আকবর নওয়াজ বলেছিলেন চার্চিলের কাছে হারা মোহনবাগান ' স্লিপিং জায়ান্ট' । শনিবারে মাঠে সত্যি বোঝা গেলো কেন নওয়াজ এমনটা বলেছিলেন। ডিকা কে বসিয়ে কিংসলে, ওমর, সোনি, কিসেকা, ইয়ুটা - এই পাঁচ বিদেশি দিয়ে শুরু করেন বাগান কোচ শঙ্কর লাল। শুধু তাই নয় গোলে শিল্টনের পরিবর্তে শঙ্কর আর ডিফেন্সে দালরাজের বদলে কীমকিমা কে নামান মোহন কোচ। প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াই হলেও চেন্নাই এর থেকে বেশি সুযোগ তৈরি করে মোহনবাগান। কিন্তু গোল আসেনি।


আরও পড়ুন- সুদীপ, প্রদীপ্তর লড়াকু ব্যাটিংয়ে তামিলনাডুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলার


দ্বিতীয়ার্ধের শুরুতেই সোনি র বিশ্বমানের গোলে মোহনবাগান এগিয়ে যায়। পিছিয়ে পড়ে আক্রমণে জোর বাড়াতে থাকে চেন্নাই। ম্যাচের ৮০ মিনিটে নেস্টর এর গোলে সমতা ফেরায় চেন্নাই। গোল শোধ করার পর চেন্নাই এর মুহুর্মুহু আক্রমণে  বাগান ডিফেন্সের তখন ত্রাহি ত্রাহি রব।  তবে শেষ পর্যন্ত গোলকিপার শঙ্করের দুরন্ত সেভ বাঁচিয়ে দেয় মোহনবাগানকে । খেলা ১- ১ গোলে শেষ হয়। ৭ ম্যাচ শেষে ১৭ পয়েনট নিয়ে আই লিগের শীর্ষে ই থেকে গেলো চেন্নাই সিটি এফ সি। ৬ ম্যাচ শেষে মোহনবাগানের পয়েন্ট ৯।