ব্যুরো: চেন্নাইয়ে প্রাকৃতিক বিপর্যয়। সেমি-ফাইনাল ম্যাচ নিয়ে চিন্তিত আইএসএল কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী নিয়ম বদলানোর কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে, শেষ চারের লড়াইয়ে অ্যাওয়ে নয়, প্রথমে হোম ম্যাচ খেলতে পারে এটিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইএসএলের নিয়মানুযায়ী সেমিফাইনালে গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে খেলার কথা গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের। দুই পর্বের সেমিফাইনালে প্রথমপর্বে  গ্রুপ লিগের শীর্ষে থাকা দল প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এখন যা পরিস্থিতি তাতে গ্রুপের চতুর্থ দল হতে পারে চেন্নাই। আর এক নম্বর দল হতে পারে কলকাতা। তাহলে সেমির প্রথম পর্বে চেন্নাইয়ে গিয়ে খেলার কথা অ্যাটলেটিকোর। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বর্তমানে  চেন্নাইয়ে ম্যাচ হওয়া কঠিন। সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে।


চেন্নাই যদি দ্বিতীয় পর্বে অ্যাটলেটিকোকে অ্যাওয়ে ম্যাচ খেলার অনুরোধ করে,তাহলে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে প্রথমে হোম ম্যাচ খেলে নিতে পারে গতবারের চ্যাম্পিয়নরা।