নিজস্ব প্রতিবেদন :  শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল হায়দারবাদের। ওভারের চতুর্থ বলে আফগান স্পিনার রশিদ খানের ছক্কা। ২ বলে প্রয়োজন ১০ রান। পঞ্চম বলে চার মারলেন রশিদ। শেষ বলে জেতার জন্য হায়দরাবাদের দরকার ছিল একটা ছয়। অভিজ্ঞ ব্রাভোর বলে এল মাত্র এক রান। তারপরেই উপলে ডিজে ব্রাভোর ডান্স। হায়দরাবাদকে ৪ রানে হারিয়ে আইপিএলের শীর্ষে মহেন্দ্র সিং ধোনির দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ওয়াঘা সীমান্তে পাক ক্রিকেটারের আচরণে ক্ষুব্ধ ভারতীয় জওয়ানরা


রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন ৯ রানে আউট হলেন শেন ওয়াটসন। ডু প্লেসি ফিরলেন ১১ রানে। এরপর সুরেশ রায়না এবং আম্বাতি রায়াডু জুটি টেনে নিয়ে গেল চেন্নাইকে। ৩৭ বলে ৭৯ রান করলেন রায়াডু। শেষ দিকে অধিনায়ক ধোনির ১২ বলে ঝোড়ো ২৫ রানের ইনিংসে ভর করে ১৮২ রান তোলে চেন্নাই। ৫৪ রানে অপরাজিত থাকেন সুরেশ রায়না।


আরও পড়ুন - চ্যাপেল-সৌরভ বিতর্কের ই-মেল তথ্য ফাঁস করলেন 'নবাব'


১৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই দীপক চাহারের জোড়া ধাক্কায় বেকায়দায় পড়ে যায় হায়দরাবাদ। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন একাই টানতে থাকেন দলকে। ৫১ বলে ৮৪ রান করেন তিনি। শেষ দিকে ইউসুফ পাঠান ২৭ বলে ৪৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেন নি। রশিদ খানের ৪ বলে অপরাজিত ১৭ রানও হার মানল ব্রাভোদের কাছে। হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শীর্ষে ধোনির চেন্নাই।