নিজস্ব প্রতিবেদন: ২০১০ সালে অস্ট্রেলিয়ার (Asutralia) বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। সেই সময় ভারতীয় টেস্ট দলের (Indian Test Team) অন্যতম সদস্য ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) সঙ্গে 'দ্য ওয়াল'-এর সম্পর্কের শুরু সেই ২০০৭ সাল থেকে। ফলে প্রাক্তন অধিনায়ক থেকে বর্তমানে হেড কোচ, রাহুলের একাধিক রূপ দেখেছেন পূজারা। তাই পূজারার মতে রাহুলের সান্নিধ্য তাঁকে আলাদা তৃপ্তি দেয়। বাড়িয়ে দেয় ভাল পারফরম্যান্স করার তাগিদ। কারণ সাজঘরের পরিবেশ জটিল করেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বিসিসিআই-কে (BCCI) দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা বলেছেন, "রাহুল ভাইয়ের উপস্থিতি আমার তাগিদ অনেকটা বাড়িয়েছে। আমাকে উদ্বুদ্ধ করেছে। ২০০৭ সালে প্রথমবার ওঁর সান্নিধ্যে এসেছিলাম। সেই সময় রাহুল ভাই জাতীয় দলের অধিনায়ক ছিল। সেই সময় একটা ম্যাচ খেলতে ভারতীয় দল রাজকোটে এসেছিল। তখন ওঁর সঙ্গে প্রথম আলাপ হয়।" এরপর পূজারা আরও যোগ করেছেন, "সেই ঘটনার পর থেকে ওঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ভারতীয় দলে সুযোগ পাওয়ার সময় থেকেই রাহুল ভাইকে পেয়েছিলাম। এমনকি রাহুল ভাই অবসর নেওয়ার পরে ওঁর কোচিংয়ে ভারতীয় 'এ' দলে খেলেছি। এবং এখন আবার সিনিয়র দলের হেড কোচ হিসেবে পেয়েছি। রাহুল ভাই একই রকম আছে। সব সময় আমাদের সাহায্য করে। ওঁর উপস্থিতি সাজঘরের পরিবেশকে আরও মনোরম করে দেয়।" 



দক্ষিণ আফ্রিকা (SA vs IND) সফরে খারাপ পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে বাদ গিয়েছিলেন। কিন্তু খারাপ সময় নুব্জে যাননি। বরং ফর্মে ফেরার জন্য সাসেক্সের (Sussex) জার্সি গায়ে ‘নিঃশব্দে বিপ্লব’ ঘটিয়েছিলেন। বিপক্ষের গোলাগুলি ও ঘাতক সুইংকে সামলে পাঁচ ম্যাচে চারটি শতরান করেন তিনি। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ৭২০ রান। গড় ১২০। সর্বোচ্চ ডার্বিশায়ারের (Derbyshire) বিরুদ্ধে অপরাজিত ২০৩ রান। 


ফলে ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁকে। ১৬ জুন বিলেতে পা রাখার পর দলের সঙ্গে চুটিয়ে অনুশীলনও করেছেন তিনি। তাই মোক্ষম টেস্টে নিজে রান পাওয়ার পাশাপাশি সিরিজে জিতে ইতিহাস গড়ার ব্যাপারেও আশাবাদী ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের স্তম্ভ। 



তাই শেষে বলেছিলেন, "গত বছর আমরা দারুণ পারফরম্যান্স করেছি। সেই ধারা বজায় রাখতে পারলে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে সিরিজ জিতে ইতিহাস গড়তেই পারি।" 


সময় এ ভাবেই দ্রুত বদলে যায়। গত বছর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া (Team India)। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) পালাবদল ঘটেছে। বিরাট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সঙ্গে হেড কোচ হিসেবে ঘটেছে রবি শাস্ত্রী (Ravi Shastri) যুগের অবসান। এখন টিম ইন্ডিয়ার ব্যাটন রাহুল ও রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। 'হিটম্যান'-এর নেতৃত্বে ভারত কি ইতিহাস গড়তে পারবে সেটাই এখন দেখার। 


আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: ইতিহাস গড়ার আগে সতীর্থদের কী বলে উদ্বুদ্ধ করলেন Team India-র প্রাক্তন 'নেতা'


আরও পড়ুন: ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য আসছে 'The 6IXTY'! কী বলছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর Chris Gayle?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)