জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিজে নামলে থামতেই চাইছেন না। সাসেক্সের জার্সি গায়ে চাপিয়ে চলতি কাউন্টি মরসুমে পাচটি শতরান করে ফেললেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে এটি তাঁর তৃতীয় দ্বিশতরানের ইনিংস। লর্ডসে (Lord’s) অনবদ্য ব্যাটিংয়ে নজর কাড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচের আগে চোটে ছিটকে যান নিয়মিত অধিনায়ক টম হেইনেস। স্টিভেন ফিনের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও তাঁকে চাপ মুক্ত রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। নেতৃত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসেন চেতেশ্বর। তাঁর সিদ্ধান্ত হাসি ফোটায় সাসেক্স টিম ম্যানেজমেন্টের।



ম্যাচের প্রথম দিন টম অলসপের সঙ্গে ২১৯ রানের জুটিতে সাসেক্সকে ভাল জায়গায় রেখেছিলেন। দ্বিতীয় দিনও ভরসা দিলেন পূজারাই। উল্টো দিকের বিপর্যয় যদিও আটকাতে পারেননি। একদিক দারুণ ভাবে আগলে রাখাই শুধু নয়, দলের স্কোরও বাড়িয়ে নিয়ে গেলেন। মারলেন ১৯টি চার ও দুটি ছয়। ৩৬৮ বলে দ্বিশতরানে পৌঁছলেন পূজারা। ম্যাচে ২০৭ রানের ইনিংস পেরোনোর পরই প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ হাজার পূর্ণ করলেন তিনি। অবশেষে পূজারার উইকেটেই সাসেক্সের ইনিংস শেষ হয়। ৫২৩ রান সাসেক্সের। পূজারার একাই ২৩১ রান। মারলেন ২১ টি চার এবং ৩টি ছয়। 


আরও পড়ুন: Babar Azam on Abdullah Shafique : মহাকাব্যিক ইনিংস খেলা ওপেনারের প্রশংসা করলেন বাবর, নির্লিপ্ত ম্যাচের সেরা


আরও পড়ুন: Virat Kohli, ZIM vs IND: ফর্মে ফিরতে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবেন 'কিং কোহলি'?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)