নিজস্ব প্রতিবেদন: রানের খোঁজে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ক্রিকেট বিধাতা তাঁর ঝুলি ভরে দিলেন। ভারতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তা খুলে গেল 'টেস্ট স্পেশ্যালিস্ট' তারকার। ফের একবার চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের (Sussex) জার্সিতে করলেন ডাবল সেঞ্চুরি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ডারহ্যামের বিরুদ্ধে ৩৩৪ বলে ২০৩ করলেন সৌরাষ্ট্রের ব্য়াটার। ইনিংস সাজান ২৪টি চারে। ১০৭ রানে অপরাজিত থেকে এদিন ব্যাট করতে নেমেছিলেন পূজারা। তাঁর ব্য়াটে ভর করে সাসেক্সের প্রথম ইনিং থামে ৫৩৮ রানে। ৩১৫ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে পূজারার টিম। ডারহ্যামের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২২৩ রানে।



পূজারা দ্বি-শতরান করার পরেই পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) তাঁকে জড়িয়ে ধরেন। ভারত-পাক জুটির এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যালে। ষষ্ঠ উইকেট পার্টনারশিপে পূজারা-রিজওয়ান ১৫৪ রান তুলেছেন স্কোরবোর্ডে। পূজারার হাত শক্ত করতে রিজওয়ান ১৪৫ বলে ৭৯ রানের ইনিংস খেলেন।



এর আগে পূজারা ডার্বিশায়ারের (Derbyshire) বিরুদ্ধে এই মরশুমে সাসেক্সের (Sussex) হয়ে ২০১ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্য়র্থ হওয়ার পর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তিনি বিদেশের মাটিতে গিয়ে যেভাবে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন, তাতে করে নির্বাচকদের ফের একবার তাঁর কথা ভাবতেই হবে। 


আরও পড়ুন:Shane Warne-কে স্মরণ করল Rajasthan Royals-Mumbai Indians


আরও পড়ুনMino Raiola: প্রয়াত পোগবা-ইব্রাহিভোমিচ-হালান্ডদের সুপার এজেন্ট রাইওলা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)