নিজস্ব প্রতিবেদন: এই তো দিন দুয়েক আগের কথা, ভারতীয় দলের জার্সিতে ১৫ বছর খেলা হয়ে গেল সুনীল ছেত্রীর। ভারত অধিনায়ককে নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


মাত্র তিনটি শব্দে সুনীল ছেত্রীকে ব্যাখ্যা করলেন জাতীয় দলের হেড কোচ। এই তিনটি শব্দ হল একনিষ্ঠ পরিশ্রমী এবং টিমম্যান। স্টিমাচ বলেন, "যখন আমি ভারতীয় দলের কোচিং করতে এসেছিলাম, শুরুতে দেখেছিলাম অনেক জুনিয়র ফুটবলারের মধ্যে যতটা না জেতার খিদে রয়েছে সুনীলের মধ্যে তার থেকে অনেক বেশি রয়েছে। আর এটাই জাতীয় দলে টানা ১৫ বছর খেলে যাওয়ার মূলমন্ত্র। এখনও দলের অনুশীলনে সবার থেকে বেশি দৌড়য় ছেত্রী। সবচেয়ে বেশি ঘাম ঝরায় সুনীলই।"


 


স্টিমাচ এর মতে, "ভারতীয় ফুটবলকে যাঁরা গর্বিত করেছেন তাদের মধ্যে একজন অবশ্যই সুনীল ছেত্রী। কারণ টানা ১৫ বছর খেলা হয়ে গেলেও ওর মধ্যে এখনও জয়ের খিদে রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই এখনও ওর মধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় কথা চেষ্টার কোনও কমতি নেই তার।"



আরও পড়ুন - সচিন থেকে বিরাট, সানিয়া থেকে সাইনা কারোরই বিশ্বাস হচ্ছে না সুশান্ত নেই!