ওয়েব ডেস্ক: এ যেন কোপা আমেরিকা ফাইনালের রিপিট টেলিকাস্ট। তফাত একটাই। তখন চিলির প্রতিপক্ষ ছিল ফুটবল যাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ইউরো জয়ী পর্তুগাল। টাইব্রেকারে চিলির কাছে হেরে কনফেড কাপ থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ফাইনালে উঠল ব্র্যাভোর চিলি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ছন্নছাড়া ফুটবল খেলে দুই দলই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যায়নি তাঁর ম্যাজিক টাচে। চিলির পক্ষ থেকেও দেখা যায়নি শৈল্পিক ফুটবল। কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করল চিলি। ব্র্যাভোর হাতেই আটকে গেল পর্তুগাল। পড়ুন- অবশেষে স্পেন সরকারের বকেয়া কর মেটাতে রাজি হয়ে গেলেন রোনাল্ডো