জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেসবুক বা এক্সে যাঁরা নিয়মিত, মোট কথা নেটপাড়ায় যাদের একটু বেশিই বিচরণ, তাঁরা বারবার ফিডে বহু মানুষের থেকে একটিই বার্তা পাচ্ছেন। যেখানে মোদ্দা কথায় লেখা আছে, 'ভুলেও দেখবেন না ক্রিস গেইলের ইনস্টাগ্রাম স্টোরি' (Chris Gayle’s Instagram Story)! কিন্তু কেন এই সতর্কবার্তা! যাঁরা গেইলের বর্ষবরণের ইনস্টাগ্রাম স্টোরি দেখেছেন, তাঁরা লজ্জায় চোখ ঢেকেছেন! 





COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরবারই 'পার্টি অ্যানিম্যাল' গেইল, ৪৫ বছর বয়সেও যেন তাঁর ভিতরের আগুন দাউ দাউ করে জ্বলছে। 'লিভ লাইক কিং সাইজ' মন্ত্রে দিক্ষীত কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। এবার যেন সব সীমা অতিক্রম করে গিয়েছেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। একাধিক লাস্যময়ীদের নিয়ে প্রকাশ্য় রাস্তায় উদ্দাম ঘনিষ্ঠতায় মেতেছেন তিনি, আবার যৌনগন্ধী নাচেও নিজেকে সঁপে দিয়েছেন 'ইউনিভার্স বস'!


আরও পড়ুন: কনস্টাসের দিকে কেন তেড়ে গিয়েছিলেন বুমরা? পন্থ ফাঁস করলেন অজিদের ভংকর ষড়যন্ত্র!




ক্রিকেটের বাইরে গেইলের জীবন বলতে শুধুই-পার্টি, সেলিব্রেশন, কার্নিভাল। নতুন বছরে সেন্ট কিটস আলট্রা কার্নিভালে গিয়ে গেইল যা যা করেছেন, তারই সব ঝলক রেখেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। যা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে! একেবারে রংচঙে পোশাক ও গা ভর্তি গয়নায় চোখ ধাঁধানো পোশাক পরেছেন গেইল! পরনে ফ্লোরাল হাফ প্য়ান্ট ও একই রঙের স্নিকার আলাদা করে নজর কেড়েছে। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতেও ভোলেননি গেইল। বলেছেন তিনি দ্রুত সিক্স প্য়াক নিয়ে কাজ শুরু করে দেবেন। 


গেইল কিন্তু ক্রিকেটকে এখনও আলবিদা বলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে যদিও ছুটিই নিয়ে ফেলেছেন তিনি। চার বছর আগে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন। এখনও আন্তর্জাতিক অবসর ঘোষণা করেননি ক্যারিবিয়ান দৈত্য। একাধিক দেশে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। গেইলের কার্যকলাপ দেখে একথা বলাই যায় যে, গেইল আছেন গেইলেই... বরবরই এমনই রঙিন ছিলেন তিনি। বিতর্কে এলেও, তিনি অবলীলায় তা স্টেপআউট করে মাঠের বাইরে পাঠিয়ে, নিজের খেলাটাই খেলে গিয়েছেন...


আরও পড়ুন:  অনেকে হয়েছে, এবার অবসর নিতেই হবে! বিলেতি ইচ্ছা বাতিল করে বিরাটকে 'ঘাড় ধাক্কা'...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)