জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অধিনায়ক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আইকন ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) শুরু করেছেন কেরিয়ারের নতুন ইনিংস। গায়ক হিসেবে শুরু করেছেন পথচলা। অর্কর (Arko) সঙ্গে 'ওহ ফাতিমা' (Oh Fatima) মিউজিক ভিডিয়োতেও দেখা যাবে টি-২০ ক্রিকেটের রাজাকে। 'ইউনিভার্স বস' তাঁর নতুন গান নিয়ে, এক জায়গায় কথোপকথন করতে গিয়ে তাঁর মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন। গেইল বলেছেন যে, বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে তাঁর এক বিশেষ কাজ করারই ইচ্ছা রয়েছে। গেইল বলেন, 'আমি দীপিকার সঙ্গে দেখা হয়েছিল একবার। ভীষণ ভালো মেয়ে। আমি একটি গানে দীপিকার সঙ্গে নাচতে চাই।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানেই গেইল তাঁর মিউজিক কেরিয়ারের উপর আলোকপাত করেছেন। ওয়েস্ট ইন্ডিজ মহারথী বলেন, 'যখন প্যান্ডেমিকে সবাই আমরা ঘরে আটকে পড়েছিলাম, তখনই আমার মিউজিকাল কেরিয়ার শুরু হয়। আমার এক বন্ধু এসে আমাকে বলেছিল গান গাইতে। আমার বাড়িতেই গান করেছিলাম আমরা একসঙ্গে। আমি গান গেয়ে মোহিত হয়ে গিয়েছিলাম। সবচেয়ে ভালো ব্যাপার হল, জামাইকার মানুষ গায়ক গেইল গ্রহণ করেছিল। এরপর আমি আরও একটি গান রেকর্ড করি। ধীরে ধীরে নিজের স্টুডিও করি বাড়িতেই। তারপর মিউজিক জগতের লোকের সঙ্গে কোলাব করতে শুরু করি। আমার ক্রিকেটীয় কেরিয়ারে কখনও গান গাওয়ার কথা ভাবিনি।' গেইলের প্রথম গানের নাম ছিল, 'উই কাম আউট টু পার্টি'।



আরও পড়ুন: IPL 2021: Chris Gayle সঙ্গে Emiway Bantai! হিপহপ গেয়ে ঝড় তুললেন ...


মাঠ হোক কিংবা মাঠের বাইরে! গেইল মানেই বিনোদনের ঝড়। অনুরাগীদের বিনোদন দেওয়ায় বিন্দুমাত্র খামতি রাখেন না গেইল। ২০২১ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেছিলেন গেইল। তখনই ক্যারিবিয়ান দৈত্যকে পাওয়া গিয়েছিল গায়কের ভূমিকায়। ভারতের জনপ্রিয় র‍্যাপার এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে জুটি বেঁধে হিপহপ গেয়ে ঝড় তুলেছিলেন গেইল। 'জামাইকা টু ইন্ডিয়া'  ফ্যানদের মন ভাল করে দিয়েছিল। এরপর গেইল 'পাঞ্জাবি ড্যাডি' গেয়েছিলেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  


>