জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বর্ধমানে আসছেন ক্রিস গেইল (Chris Gayle) ! হেড লাইন দেখে অনেকে অবাক হচ্ছেন তো! তবে ঘটনাটা কিন্তু সত্যি। গুগল করে দেখলাম বর্ধমান থেকে সুদূর জামাইকার দুরত্ব ১৫, ১৩৪ কিলোমিটার! তবুও লিখছি যে, 'দ্য ইউনিভার্স বস' (The Universe Boss) আগামি ২৯ জানুয়ারি বর্ধমানের (Bardhaman) মাটিতে পা রাখবেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন ওপেনার। এবং সেটা ক্রিকেটের জন্য। তাও আবার টেনিস বলের প্রতিযোগিতায় 'চিফ গেস্ট' হিসেবে সেখানে থাকবেন বিস্ফোরক বাঁহাতি ব্যাটার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে প্রতি বছর বর্ধমানের মালির মাঠে আয়োজিত হয়ে থাকে রাজনন্দিনী কাপ (Rajnandini Cup 2023)। টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে। চার দিন ধরে চলা এই টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন গেইল আসছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমনকি উদ্যোক্তাদের ফেসবুক পেজে গেইলের একটি ভিডিয়ো বার্তাও পোস্ট করা হয়েছে। সেখানে গেইলের দাবি, তিনিও সেই প্রতিযোগতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)