নিজস্ব প্রতিবেদন : পিছিয়ে পরে, দশ জনে খেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে শালকের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল পেপ গুয়ার্দিওয়ালার দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে ১৮ মিনিটে শালকে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে এদিকে দেন সের্জিও আগুয়েরো। ৩৮ মিনিটে স্পট কিক থেকে শালকেকে সমতায় ফেরান নাবিল বেন্তালেব। দানিয়েল কালিগিরির শট বক্সের মধ্যে সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হাত ছুঁয়ে বেরিয়ে গেলে পেনাল্টির আবেদন করে শালকে ০৪। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। প্রথমার্ধের শেষ দিকে বক্সে সানেকে সিটির ফের্নানদিনিও ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতির আগেই সেই স্পট কিক থেকেই শালকেকে এগিয়ে দেন বেন্তালেব।


আরও পড়ুন -  UCL 2018-19: চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদে খেলতে এসে হেরে গেল রোনাল্ডোর জুভেন্তাস


দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বড় ধাক্কা খায় ম্যাঞ্চেস্টার সিটি। শালকের গুইডোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওতামেন্দি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর পরই মিডফিল্ডার সিলভাকে তুলে নিয়ে রক্ষণে শক্তি বাড়াতে ভিনসেন্ট কোম্পানিকে নামান গুয়ার্দিওয়ালা। ১০ জনের সিটি অবশ্য ৮৫ মিনিটে সানের ফ্রি কিকে সমতায় ফেরে। আর ম্যাচের একবারে ৯০ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার সিটি। ১২ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটি ও শালকে।