ওয়েব ডেস্ক: চাকরি গেল ভারতীয় দলের এবং বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ ফুটবলার সিকে বিনীথের। তিনি খেলার পাশাপাশি চাকরি করতেন কেরালা অ্যাকাউনটেন্ট জেনারেল অফিসে। কম উপস্থিতির জন্যই চাকরি গেল তাঁর। কান্নুরে থাকা তাঁর এক বন্ধু বলেছেন, 'সমস্যাটা হয়েছে, বিনীথের ফুটবল ভালবাসা নিয়ে। ওর কাছে সবসময় অগ্রাধিকার ফুটবলের। দেশের হয়ে খেলাটাই ওর ধ্যান জ্ঞান। বিনীথ চাকরিটা পেয়েছেও স্পোর্টস কোটায়। তার মানে অফিসের সকলেই জানে, খেলাটাই ওর অগ্রাধিকার। খেলার জন্য তো ওর অফিসে আসা কম হবেই। সেটাই স্বাভাবিক। তাও ওকে চাকরি থেকে বরখাস্ত করা হল।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১১৮ বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম


২৮ বছর বয়সী বিনীথ অডিটর হিসেবে এখানে চাকরি করা শুরু করেছিলেন ২০১২ সালে। বিনীথ বলেছেন, 'আমার দিল্লির কয়েকজন বন্ধুই খবরটা প্রথম দেয়। বলে, আমার চাকরিটা চলে যেতে পারে। এরপর তিরুবন্থপুরমের কয়েকজন বন্ধু পাকা খবরটা দেয় যে, আমার চাকরি চলে গিয়েছে।' প্রসঙ্গত, ২০১৬-১৭-এর মরশুমে বিনীথ যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন আই লিগে। আর ২০১৬-র আইএসএলে তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।


আরও পড়ুন  পঞ্চমবার মাদ্রিদ ওপেন জিতলেন রাফায়েল নাদাল