ক্লার্কের কামব্যাক
বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দলে ফিরছেন ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক।
ওয়েব ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দলে ফিরছেন ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক।
অবশেষে প্রহর গোনা শেষ। চোট সমস্যা কাটিয়ে দলে ফিরবেন অসি অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ গজের থেকে দূরেই থাকতে হয়েছিল তাকে। দলের ম্যানেজমেন্ট, অসি কোচ লেমন প্রথম ম্যাচ থেকেই দলে চেয়েছিলেন অধিনায়ককে। ক্লার্ক চোটের কারণে দলে ফিরতে পারেননি। অস্ত্রোপচারের পর ক্লার্কের দলে ফেরা নিয়ে আশাবাদী ছিলেন টিমের ফিজিও।
উইনিং কম্বিনেশন ভেঙেই দলে আসবেন ক্লার্ক। ২০১৫ বিশ্বকাপে ব্রিসবনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া। দলে ক্লার্কের কাম্যাবক দলকে চনমনে করে তুলবে, আশাবাদী অসি দল। তার আগে ক্লার্কের প্রশংসায় পঞ্চমুখ মিশেল জনসন। "ক্লার্কের অধিনায়কত্ব আমার ভালো লাগে। ক্লার্ক অনেক অভিজ্ঞ অধিনায়ক। জর্জ ও ভালো। দল ক্লার্ককে সহযোগিতা করবে", মন্তব্য মিশেল জনসনের।