নিজস্ব প্রতিবেদন:  লা লিগায় বেঞ্জামা ম্যাজিক। রবিবার রাতে এসপানিওলের বিরুদ্ধে বিরতির ঠিক আগে করিম বেঞ্জামার একটা ম্যাজিকাল টাচই তিন পয়েন্ট এনে দিল রিয়াল মাদ্রিদকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই লা লিগায় বিশ্বমানের গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার বেঞ্জামা। রবিবার রাতে ফুটবলবিশ্ব দেখল বেঞ্জামার ম্যাজিকাল অ্যাসিস্ট। হাফ-টাইমের ঠিক আগে ফরাসি স্ট্রাইকারের অনবদ্য ব্যাক হিল গোল মুখ খুলে দেয় ক্যাসিমেরোর জন্য। গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।  এসপানিওল ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে করা বেনজামার ব্যাকহিলকে কুর্নিশ জানাচ্ছেন জিদানও।  চলতি লা লিগার অন্যতম সেরা হিসেবে দেখছেন রিয়েল ম্যানেজার।


 



ক্যাসিমেরোর গোলেই এসপানিওলের বাধা পেরোলো রিয়াল। করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার পর লিগা টানা পাঁচ ম্যাচে জিতল জিদানের দল। বার্সেলোনাকে পেছনে ফেলে দিল তারা। 


 



আগের ম্যাচ বার্সেলোনা ড্র করায় মেসিদের থেকে এখন ২ পয়েন্টে এগিয়ে বেঞ্জামারা। লিগের বাকি ৬ ম্যাচ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। জিদান নিজে মনে করেন লিগের ফায়সালা হবে শেষদিনেই।


 


আরও পড়ুন - শুরুর দিকে বোলারদের বিশ্বাস করত না ধোনি, পাঠানের মন্তব্যে হইচই