নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মেগা  ডুয়েল । সেমিফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে দু'দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আটের লড়াইয়ে পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানকে। মেগা ম্যাচে ফেভারিট হিসেবেই নামছে ভারত।  গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল ব্লু ব্রিগেড। এমনকি গত বিশ্বকাপেও ভারতের কাছে হারতে হয়েছিল পাক দলকে। তবে অতীত মনে রাখতে চাইছেন না প্রিয়ম গর্গরা।



প্রেস্টিজ ফাইটের আগে ভারতকে ভরসা দিচ্ছে ওপেনার যশস্বী জয়সওয়ালের ফর্ম। ইতিমধ্যেই বিশ্বকাপে তিনটে অর্ধশতরান রয়েছে মুম্বইয়ের এই ব্যাটসম্যানের। ১১ উইকেট নিয়ে  ছন্দে আছেন লেগস্পিপার রবি বিষ্ণোই। তবে শুরুর দিকে পাক পেসারদের সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে।


আরও পড়ুন -