COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ব্যুরো: সুপ্রিম কোর্ট নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কমিটির রোষের মুখে এন শ্রীনিবাসন ও নিরঞ্জন শাহ। ভারতের সর্বোচ্চ আদালতকে দেওয়া প্রশাসনিক কমিটির স্টেটাস রিপোর্টে কড়া ভাষায় সমালোচিত হয়েছেন সত্তর বছর পেরনো এই দুই কর্তা। 


প্রশাসনিক কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে সাফ বলা হয়েছে যোগ্যতা হারালেও ব্যক্তিগত স্বার্থে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন শ্রীনিবাসন ও শাহ। একই সঙ্গে স্টেটাস রিপোর্টে বিনোদ রাইরা বলেছেন বারবার চেষ্টা করা সত্তেও ভারতীয় ক্রিকেটে সরস্কারের পথে বিভিন্ন রাজ্য সংস্থার মধ্যে মতঐক্য তৈরি করা সম্ভব হয়নি। স্টেটাস রিপোর্টে প্রশাসনিক কমিটি বলেছেন গত ছাব্বিশে জুন বোর্ডের বিশেষ সাধারণ সভায় হাজির হয়েছিলেন শ্রীনিবসান ও নিরঞ্জন শাহ। অথচ লোধার সুপারিশ ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই দুই কর্তার এই সভায় হাজির থাকারই কথা নয়। প্রশাসনিক কমিটির স্টেটাস রিপোর্টের ভিত্তিতে এই শুক্রবার ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।