জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোপা আমেরিকার সেমি ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ জন নিয়েই ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। শেষবার ২০০১ সালে কোপার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কলম্বিয়া। এবার উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- India vs Zimbabwe: শুভমনের দাপটে জিম্বাবোয়ের মাটিতে 'চক দে ইন্ডিয়া'


নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে প্রেসিং ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। জেফারসন লারমার একমাত্র গোলে ১-০ গোলে জিতে ফাইনালে উঠে যায় হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।


প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লারমা। হামেস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেড করে বল জালে জড়ান লারমা। প্রথমার্ধেই এগিয়ে যায় কলম্বিয়া। তবে বারবার ফাউল হওয়ায় বাধাগ্রস্ত হয় ম্যাচের গতি। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধ পুরোটা ১০ জনের দল নিয়ে খেলে কলম্বিয়া।


আরও পড়ুন- Lionel Messi: ইউরোয় রোনাল্ডো কেঁদে মাঠ ছাড়লেন, কোপায় মেসির জাদুগোলেই ফাইনালে আর্জেন্টিনা
 
দ্বিতীয়ার্ধে ১০ জনেই আক্রমনাত্নক খেলেছে কলম্বিয়া।শেষ দিকে কলম্বিয়ার বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়।  তবে শেষ বাঁশি পর্যন্ত উরুগুয়ে সেই গোল শোধ করতে না পারায় এক গোলই ভাগ্য নির্ধারণ হয়ে যায় ম্যাচের। এই নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। ভারতীয় সময় অনুযায়ী আগামী সোমবার ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে কলম্বিয়া। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)