নিজস্ব প্রতিবেদন: সময় যত এগোচ্ছে, বিশ্বজুড়ে লাগাম ছাড়া হয়ে উঠছে করোনাভাইরাস। ব্যাতিক্রম নয় ভারতও। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ২০১১ বিশ্বকাপের নায়ককে। করোনা ত্রাণে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন যুবরাজ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই করোনাভাইরাস-এর সচেতনতার জন্য প্রচারে নামা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে সমর্থন করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন যুবরাজ সিং। এমনকী দুঃসময়ে আর্থিক সাহায্য করার কথাও বলেন যুবি।



এবার মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এলেন মারণ রোগকে (ক্যানসার) হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যুবরাজ সিং। তবে যেভাবে ভারতে হু হু করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে , এমনকী বিশ্বজুড়ে মারণ ভাইরাসের প্রভাব যেভাবে বাড়েছে তা নিয়ে রীতিমত চিন্তিত যুবরাজ সিং।


দেশের বিপদের দিনে এগিয়ে এলেন যুবি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিলেন যুবরাজ সিং।


আরও পড়ুন - বিরাট থেকে সচিন, রাহুল থেকে রোহিত; নমোর বার্তা মেনে রবিবার দীপ জ্বালালেন ক্রিকেট তারকারা