সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা
কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা নেহওয়াল। ২১-১৮, ২৩-২১ গেমে এদিন বাজিমাত করেন সাইনা। সাইনাই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন।
ওয়েব ডেস্ক: কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা নেহওয়াল। ২১-১৮, ২৩-২১ গেমে এদিন বাজিমাত করেন সাইনা। সাইনাই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন।
এদিন প্রথম গেমে সিন্ধুর বিরুদ্ধে সহজ জয় পান সাইনা। প্রথম গেমে একসময় ১১-৬ গেমে এগিয়ে যান তিনি। দ্বিতীয় গেমে সিন্ধু সামান্য বেগ দিলেও শেষরক্ষা হয়নি।
বারাণসীতে হামলার শিকার কমনওয়েলথে সোনাজয়ী পুনম যাদব
এদিন দুই প্রতিযোগীর মধ্যে সাইনার উদ্যম ছিল চোখে পড়ার মতো। ফলে এদিন তাঁর সঙ্গে এঁটে উঠতে পারেননি রিও অলেম্পিক্সে রুপোজয়ী সিন্ধু।