ওয়েব ডেস্ক : মোহালিতে রুদ্ধশ্বাস জয় ভারতের। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে T-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। টসে জিতে গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১৬০ রান। জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে ম্যাচের স্কোরবোর্ড-


ভারতের স্কোরবোর্ড-


  • ১৯. ১ ওভারে ৬ উইকেটে জয়ী ভারত (বিরাট ৮২, ধোনি ১৮)

  • ১৯ ওভার শেষে ১৫৭-৪ (বিরাট ৮২, ধোনি ১৪)

  • ১৮ ওভার শেষে ১৪১-৪ (বিরাট ৬৬, ধোনি ১৪)

  • ১৭ ওভার শেষে ১২২-৪ (বিরাট ৫০, ধোনি ১২)

  • ১৬ ওভার শেষে ১১৪-৪ (বিরাট ৪৯, ধোনি ৬)

  • ১৫ ওভার শেষে ১০২-৪ (বিরাট ৩৭, ধোনি ৬)

  • আউট যুবরাজ (২১)

  • ১৪ ওভার শেষে ৯৪-৪ (বিরাট ৩৫)

  • ১৩ ওভার শেষে ৮৯-৩ (যুবরাজ ১৯, বিরাট ৩২)

  • ১২ ওভার শেষে ৮০-৩ (যুবরাজ ১৩, বিরাট ৩০)

  • ১১ ওভার শেষে ৬৮-৩ (যুবরাজ ১১, বিরাট ২০)

  • ১০ ওভার শেষে ৬৫-৩ (যুবরাজ ৯, বিরাট ১৯)

  • ৯ম ওভার শেষে ৫৯-৩ (যুবরাজ ৭, বিরাট ১৫)

  • ৮ম ওভার শেষে ৫০-৩ (যুবরাজ ১, বিরাট ১৩)

  • আউট রায়না (১০)

  • ৭ম ওভার শেষে ৪৫-২ (রায়না ৭, বিরাট ১২)

  • ৬ষ্ঠ ওভার শেষে ৩৭-২ (রায়না ০, বিরাট ১১)

  • আউট রোহিত শর্মা (১২)

  • ৫ম ওভার শেষে ৩৪-১ (রোহিত ১১, বিরাট ৯)

  • ৪র্থ ওভার শেষে ২৪-১ (রোহিত ১০, বিরাট ০)

  • আউট শিখর ধাওয়ান (১৩)

  • ৩য় ওভার শেষে ১৮-০ (রোহিত ৪, ধাওয়ান ১৩)

  • ২য় ওভার শেষে ৯-০ (রোহিত ৩, ধাওয়ান ৬)

  • ১ম ওভার শেষে ৭-০ (রোহিত ২, ধাওয়ান ৫)


 


অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড


  • ২০ ওভারে ১৬০-৬ ( ওয়াটসন ১৮, নেভিল ১০)

  • আউট জেমস ফকনার (১০)

  • ১৯ ওভারে ১৪৫-৫ ( ওয়াটসন ১৩, ফকনার ১০)

  • ১৮ ওভারে ১৩৬-৫ ( ওয়াটসন ১১, ফকনার ৩)

  • ১৭ ওভারে ১৩২-৫ ( ওয়াটসন ৯, ফকনার ১)

  • আউট ম্যাক্সওয়েল (৩১)

  • ১৬ ওভারে ১২৯-৪ (ম্যাক্সওয়েল ৩১, ওয়াটসন ৭)

  • ১৫ ওভারে ১১৪-৪ (ম্যাক্সওয়েল ১৯, ওয়াটসন ৬)

  • ১৪ ওভারে ১০৪-৪ (ম্যাক্সওয়েল ১৬, ওয়াটসন ০)

  • ১৩ ওভারে ১০০-৪ (ম্যাক্সওয়েল ১৩, ফিঞ্চ ৩৭)

  • আউট ফিঞ্চ (৪৩)

  • ১২ ওভারে ৯৩-৩ (ম্যাক্সওয়েল ১২, ফিঞ্চ ৩৭)

  • ১১ ওভারে ৮৫-৩ (ম্যাক্সওয়েল ৬, ফিঞ্চ ৩৫)

  • ১০ ওভারে ৮১-৩ (ম্যাক্সওয়েল ৩, ফিঞ্চ ৩৪)

  • আউট হন স্মিথ

  • ৯ম ওভার শেষে ৭৪-২ (ওয়ার্নার ২, ফিঞ্চ ৩২)

  • ৮ম ওভার শেষে ৭৩-২ (স্মিথ ১, ফিঞ্চ ৩২)

  • আউট ওয়ার্নার

  • ৭ম ওভার শেষে ৬৪-১ (ওয়ার্নার ৫, ফিঞ্চ ২৬)

  • ৬ষ্ঠ ওভার শেষে ৫৯-১ (ওয়ার্নার ২, ফিঞ্চ ২৪)

  • ৫ম ওভার শেষে ৫৫-১ (ওয়ার্নার ২, ফিঞ্চ ২৪)

  • আউট খোওয়াজ়া

  • ৪র্থ ওভার শেষে ৫৫-১ (ওয়ার্নার ১, ফিঞ্চ ২২)

  • ৩য় ওভার শেষে ৩১-০ (খোওয়াজ়া ২৬, ফিঞ্চ ২১)

  • ২য় ওভার শেষে ২১-০ (খোওয়াজ়া ২১, ফিঞ্চ ১)

  • ১র শেষে ৪-০ (খোওয়াজ়া ৪, ফিঞ্চ ০)