ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে SC East Bengal
শুক্রবার লিগে নয় বনাম দশের লড়াই। টানা পাঁচ ম্যাচে অপরাজিত রবি ফাউলারের দল। সেই ধারা বজার রাখতে মরিয়া ব্রাইট, মাঘোমারা। জয়ের ছন্দ ধরে রাখতে চায় কিবু ভিকুনার দলও।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার লিগে নয় বনাম দশের লড়াই। টানা পাঁচ ম্যাচে অপরাজিত রবি ফাউলারের দল। সেই ধারা বজার রাখতে মরিয়া ব্রাইট, মাঘোমারা। জয়ের ছন্দ ধরে রাখতে চায় কিবু ভিকুনার দলও।
বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে লিগে প্রথম পর্বের অভিযান শেষ করেছে লাল-হলুদ ব্রিগেড। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দশ। প্রথম পর্বে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার অবশ্য তিন পয়েন্ট ছাড়া কোনও ভাবনা নেই স্টেইনম্যানদের। ম্যাচের আগে লাল-হলুদের ব্রিটিশ কোচ রবি ফাউলার জানান, "প্রতিপক্ষ যেই হোক না কেন! আমরা প্রত্যেক ম্যাচেই সঠিক ফলের পাব এই আশা করি। কোনও খেলাই সহজ নয়। পরিশ্রম করেই জয় আসে। আর আমরা সেটাই করে চলছি।"
আরও পড়ুন - Ind vs Aus: ব্রিসবেনে Bumrah-কে নিয়ে সিদ্ধান্ত শুক্রবার, প্রথম একাদশ ঘিরে ধোঁয়াশা
লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আপাতত ১০ নম্বরে। আগের ম্যাচেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিতেছে কেরালা ব্লাস্টার্স। তাও আবার শেষ ৩০ মিনিট দশ জনে খেলে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে কিবু ভিকুনার দল।
আরও পড়ুন - দ্রুততম সেঞ্চুরির ছক্কা গিয়ে পড়ল ছোট্ট মেয়ের মাথায়, ম্যাচ শেষে মন জিতলেন Devine