ওয়েব ডেস্ক: রেকর্ডটা ভাঙার কথা গত কদিন ধরে চলছিলই। এবার সত্যিই সচিনের রেকর্ড ভেঙে দিলেন অ্যালিস্টার কুক। ৩১ বছর ১৫৭ দিন বয়সে টেস্টে দশ হাজার রান পূর্ণ করে সচিন তেন্ডুলকারের (৩১ বছর ৩২৬ দিন) রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।


এই সিরিজের আগের দুই ইনিংসে না পারলেও কাল আর হতাশ করেননি তিনি। ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান কুক। ইংল্যান্ডের প্রথম ও সবমিলিয়ে দশ হাজারি ক্লাবের ১২ তম সদস্য তিনি। সোমবার টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যক্তিগত পাঁচ রানেই দশ হাজারের মাইলফলক ছুঁয়ে ফেলেন ইংল্যান্ড অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ও সিরিজ জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে ইংল্যান্ডের।