ওয়েব ডেস্ক: মহম্মদ আমেরকে ক্রিকেট থেকে চিরদিনের জন্য নির্বাসিত করা উচিত। পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়ে বিতর্ক তৈরি করে দিলেন ইংল্যান্ড অধিনায়ক অলিস্টার কুক। উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাক দলে রয়েছেন মহম্মদ আমের। ইংল্যান্ড অধিনায়কের দাবি একজন যখন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল প্রমাণ হয়েছে তখন তাকে চিরনির্বাসনে পাঠানোই উচিত। যদিও কুক অবশ্য পাশাপাশি এটাও জানিয়েছেন যে আমেরের বিরুদ্ধে খেলতে তাঁর কোনও সমস্যা নেই।


এর আগে অবশ্য আমেরের ক্রিকেটে ফিরে আসার ঘটনাকে স্বাগত জানিয়েছিলেন, বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারই। ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক কিন্তু উল্টোপথে হাঁটলেন। এটা কি তাঁর, আমেরের বিরুদ্ধে স্ট্র্যাটেজি? উত্তর সময়ই দেবে ।