কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে, দেখে নিন
কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে এবার কোপা আমেরিকা আয়োজন করবে।
নিজস্ব প্রতিবেদন : ২০২০ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হল। ২০২০ সালের ১২ জুন আর্জেন্টিনা-চিলির ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার ৪৭তম আসর। এবার ১২ দলকে দুই ভাগে ভাগ করে গ্রুপ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার ১০ দলের সঙ্গে অতিথি হিসেবে খেলবে এশিয়ার দুই চ্যাম্পিয়ন দেশ কাতার ও অস্ট্রেলিয়া। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার চলতি বছর কোপার স্পেশাল আসরেও অতিথি দল হিসাবে খেলেছিল। আরেক অতিথি দল ছিল জাপান।
আরও পড়ুন- ''বুমরা আমার কাছে বাচ্চা, শাসন করে দিতাম'', বলছেন পাকিস্তানের প্রাক্তন তারকা
কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে এবার কোপা আমেরিকা আয়োজন করবে। চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা-২০২০’র অভিযান শুরু করবে। এবারের আসরে গ্রুপিং এর ক্ষেত্রে ভৌগোলিক দিক প্রাধান্য দেওয়ার কথা আগেই জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবল)। ফলে আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল কে কোন গ্রুপে থাকবে! এবারের ড্র অনুযায়ী এ গ্রুপে রয়েছে ব্রাজিল। বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার এ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু ও কাতার। বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে ও অস্ট্রেলিয়া।