নিজস্ব প্রতিবেদন: কোপার গ্রুপ 'এ' এর শেষ ম্যাচে শীর্ষস্থান ধরে রেখেই ৪-১ গোলে বলিভিয়াকে (Bolivia) হারাল আর্জেন্টিনা (Argentina)। মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে উড়ে গেল বলিভিয়া। সেইসঙ্গে মেসির (Messi) মুকুটে নয়া রেকর্ডের ((Record) পালক। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। Copa America-য় বলিভিয়ার বিরুদ্ধে এদিন ১৪৮ তম ম্যাচ খেলে ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানোর আন্তর্জাতিক রেকর্ড ভেঙে ফেললেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে মোট ৭৫টি গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও পার করেন মেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের প্রথম থেকেই দারুণ ছন্দে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনাকে। ৬ মিনিটে প্রথম গোলটি করেন আলেয়ান্দ্র গোমেজ (Gomez)। এক্ষেত্রে অবশ্য মেসির দারুণ অ্যাসিস্ট অস্বীকার করার নয়। ৩১ মিনিটে পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগান দলের অধিনায়ক। বলিভিয়ার জালে বল জড়ান। ব্যবধান বেড়ে ২-০। মাত্র ১১ মিনিট পর ফের গোল করেন মেসি। গোলরক্ষকের মাথার উপর থেকে সোজা জালে যায় বল। বিরতির আগে ব্যবধান বেড়ে ৩-০।


আরও পড়ুন: Euro 2020: ছিটকে গেল বিশ্ব চ্যাম্পিয়ন France, কোয়ার্টার ফাইনালে Switzerland


ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন বলিভিয়ার এরউইন সাভেদ্রা।  কিন্তু কার্যত অপ্রতিরোধ্য ভূমিকা নেয় আর্জেন্টিনা। ৬৪ মিনিটে আগুয়েরোর পরিবর্তে মাঠে নামেন লাউটেরো মার্টিনেজ। মাঠে নেমেই আর্জেন্টিনাকে ৪-১ গোলে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও নিরাশ হয়ে পড়েনি বলিভিয়া। শেষ পর্যন্ত লড়ে যায় তাঁরা। ৪টি ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল আর্জেন্টিনা। এরপর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে দেখা যাবে মেসিবাহিনীকে।


এদিকে, একই সময়ে অন্য একটি ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জেতে উরুগুয়ে (Uruguay vs Paraguay)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কাভানি। প্রথম স্থানে আর্জেন্টিনার পর এ গ্রুপের দ্বিতীয় স্থানে রইল উরুগুয়ে। 


আরও পড়ুন: UEFA EURO 2020: এক্সট্রা টাইমের দুরন্ত ফুটবলে শেষ আটে Spain


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)