ওয়েব ডেস্ক: সোমবার সকালে কোপা আমেরিকার মেগা ফাইনাল। মার্কিন মুলুকে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। দীর্ঘ তেইশ বছরের ট্রফি খরা কাটানোর হাতছানি মেসিদের সামনে। পরপর দুবার লাতিন সেরা হওয়ার সুযোগ চিলির কাছেও। মেসি,দি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল গেম দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুহাজার পনেরোর পর দুহাজার ষোলো। শতবর্ষের কোপা আমেরিকার ফাইনালে গতবারের অ্যাকশন রিপ্লে। মার্কিন মুলুকে মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। বিশ্বফুটবলে দীর্ঘ তেইশ বছর ট্রফি না জেতার খরা কাটানো সুযোগ মারাদোনার দেশের কাছে। অন্যদিকে আরও একবার লাতিন সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে চিলি। নিউইয়র্ক সিটির মেট লাইফ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুই দেশের অতীতের সাক্ষাতে কে এগিয়ে, কেই বা পিছিয়ে এক নজরে দেখে নেব।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচ- ৮৪,  আর্জেন্টিনার জয়- ৫৫,  চিলির জয়- ৬, ড্র- ২৩


পরিসংখ্যান বলছে এগিয়ে আর্জেন্টিনা। তবে বাস্তব অন্য কথা বলছে। সাম্প্রতিক সময় ঝাঁঝ বেড়েছে চিলির খেলায়। দলে তারওপর স্যাঞ্চেজ,ভিদাল, ভার্গাসের মতো তারকা। মেক্সিকোর মতো দলকে সাত গোল দিয়েছে গতবরের চ্যাম্পিয়নরা। নব্বই মিনিট গতির সঙ্গে খেলার পাশাপাশি হার না মানা মনোভাব। গতবার মেসির আর্জেন্টিনাকে একশো কুড়ি মিনিট রুখে দিয়ে বাজিমাত করেছিল চিলি। স্ট্র্যাটেজির ঝড় তুলে এবারও টেক্কা দিতে চাইছেন চিলির কোচ পিজ্জি। মেগা ম্যাচে দলে ফিরছেন মিডফিল্ড ম্যাজিশিয়ান ভিদাল। ফর্মে থাকা চিলি মেসিদের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। তবে খেতাবের হাতছানির ম্যাচে নামার আগে প্রস্তুত নীলসাদা জার্সিধারীরা। শতবর্ষের কোপায় আঠেরোটি গোল করে দুরন্ত ফর্মে আর্জেন্টিনা। অতিরিক্তি মেসি নির্ভরতা কাটিয়ে হিগুয়েন,মাসচেরানোদের ফর্ম ভরসা দিচ্ছে মার্টিনহো অ্যান্ড কম্পানিকে। শেষ লড়াইয়ে চোট সারিয়ে মাঠে ফিরছেন অ্যাঞ্জেল দি মারিয়া। যা স্বস্তি বাড়াচ্ছে দলের হেড স্যার মার্টিনহোর। মেসি,দি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল গেম। তারকার ছড়াছড়িতে রীতিমত শরগরম কোপার ফাইনাল। টানা তৃতীয়বার বিশ্বফুটবলের প্রধান কোনও টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। দুবারের হতাশা কাটিয়ে তৃতীয়বার অন্তত ট্রফি ছুঁতে চাইছেন মেসিরা। অন্যদিকে লাতিনের রাজা তারাই। প্রমাণ করতে মরিয়া চিলি। শতবর্ষের স্পেশাল কোপা জিতবে কে? উত্তর দেবে সোমবারের সকাল।