নক আউট ম্যাচে থাকছে না অতিরিক্ত সময়
শতবর্ষের কোপা আমেরিকায় নক আউট ম্যাচে থাকছে না অতিরিক্ত সময়। নব্বই মিনিটের খেলায় ম্যাচের ফলাফল নির্ধারিত না হলে ম্যাচ সরাসরি চলে যাবে টাইব্রেকারে।
ব্যুরো: শতবর্ষের কোপা আমেরিকায় নক আউট ম্যাচে থাকছে না অতিরিক্ত সময়। নব্বই মিনিটের খেলায় ম্যাচের ফলাফল নির্ধারিত না হলে ম্যাচ সরাসরি চলে যাবে টাইব্রেকারে।
তাতেই ম্যাচের মীমাংসা হবে। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে এই নিয়ম প্রযোজ্য হবে। তবে ফাইনালে দুই অর্ধের অতিরিক্ত সময়ের খেলা হবে। সেখানেও খেলার ফয়সালা না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। শতবর্ষের কোপার আসর বসতে চলেছে আমেরিকায়। জুনে বেশ গরম থাকবে। তাই নক আউটে অতিরিক্ত সময়ের খেলা না থাকায় দলগুলোর সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। গ্রুপ পর্যায় আর কোয়ার্টার ফাইনালে দুটো হলুদ কার্ড দেখলে একটা ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে সংশ্লিষ্ট ফুটবলারকে।