নিজস্ব প্রতিবেদন: করোনার থাবা এবার ডার্বিতে। রবিবার ডার্বি হলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশ মতো ম্যাচ হবে ফাঁকা যুবভারতীতে। শুক্রবার বিকেলে ক্লাবদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে এআইএফএফ। ইষ্টবেঙ্গল অবশ্য ফাঁকা মাঠে খেলতে রাজি নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আতঙ্কের প্রভাব এবার কলকাতা ডার্বিতে। বড়ম্যাচের ইতিহাসে সম্ভবত প্রথমবার দর্শকশূন্য থাকতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশ এসে পৌছেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। সেই নির্দেশমতই ডার্বিসহ আই লিগের বাকি ম্যাচ হতে চলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে। লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকেলে ক্লাবদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে এআইএফএফ। সেখানে লিগের ভবিষ্যত চূড়ান্ত হবে।


আরও পড়ুন: বাংলাকে রঞ্জি জয়ের স্বপ্ন দেখাচ্ছে অর্ণব-অনুষ্টুপের ব্যাট


ফেডারেশন কিছুদিনের জন্য লিগ স্থগিত রাখার পক্ষে নয়। কেননা দু-তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি আয়ত্তে এসে যাবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাছাড়া ফুটবলারদের সঙ্গে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত চুক্তি আছে ক্লাবগুলোর। এগুলো মাথায় রেখে ক্লাবগুলোকে সরকারি নির্দেশ মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে বলা হবে। সেক্ষেত্রে রবিবারের ডার্বি হবে ফাঁকা যুবভারতীতে। তবে ফাঁকা স্টেডিয়ামে বড়ম্যাচ খেলতে রাজি নয় ইস্টবেঙ্গল। এবারের ডার্বির আয়োজক লাল-হলুদ। ফাঁকা স্টেডিয়ামে ডার্বি হলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে জানাচ্ছেন লাল-হলুদ কর্তারা।