ওয়েব ডেস্ক: শেষ হল রিও অলিম্পিক গেমস। ১৬দিন টানটান লড়াইয়ে এল কত পদক। মাইকেল ফেল্পস একাই জিতলেন পাঁচটা সোনা। আমেরিকা জিতল মোট ৪৬টা সোনা। এবারের রিও গেমসে ৫৯টা দেশ অন্তত একটা করে সোনা জিতেছে। একটা গেমসে এর আগে এত দেশ কখনও সোনা জেতেনি। ৮৭টা দেশ অন্তত একটা পদক জিতেছে। মানে পদক তালিকায় ঠাঁই পেয়েছে। এটাও রেকর্ড। কিন্তু জানেন কী ১২০টা দেশ কোনও পদকই পায়নি। যাদের মধ্যে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তানও। আসলে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি সাতটা দেশের কেউই কোনও পদক জিততে পারল না।


আরও পড়ুন- অলিম্পিকের নতুন খেলা- 'ককটেল ব্যাডমিন্টন'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯টা দেশ এবারেই অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সোনা জিতল। যাদের মধ্যে আছে সিঙ্গাপুর, ভিয়েততাম, রিকোয়া পুয়ের্তো, বাহারিন,কোসোভো, ফিজি, জর্ডন, তাজাকিস্তান, আইভরি কোস্ট।


মোট পদকের ৪৮ শতাংশই জিতেছে ইউরোপের দেশেরা। ২২ শতাংশ জিতেছে আমেরিকা মহাদেশ। এশিয়ার ঝুলিতে মোট পদকের ২১ শতাংশ এসেছে। অ্যাথালেটিক্সে পদক এলেও আফ্রিকার ঝুলিতে মোট পদকের মাত্র ৫ শতাংশ। ওশিয়ানায়ার ৫ শতাংশ পদকের বেশিরভাগটাই জিতেছে অস্ট্রেলিয়া।