করোনার জেরে শ্রীলঙ্কার পর এবার বাতিল হল টিম ইন্ডিয়ার এই সফরও!
ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে মারণ ভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে জুন মাসের শেষে শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছে টিম ইন্ডিয়ার। শুধু শ্রীলঙ্কা সফর নয়, অগাস্টের শেষে জিম্বাবোয়ে সফরও বাতিল করে দিল বিসিসিআই।
সূচি অনুযায়ী জুন মাসের শেষ থেকে জুলাই মাসের শুরু পর্যন্ত শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। জুইলাইয়ে শ্রীলঙ্কা সফর শেষে করে অগাস্টের ২২ তারিখ থেকে জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। আপাতত সেই সিরিজও বিবৃতি দিয়ে বাতিল করে দিল বোর্ড।
আরও পড়ুন - ভালোবেসে আমাকে কালু বলত, হঠাৎ বয়ান বদল করলেন ড্যারেন সামি