নিজস্ব প্রতিবেদন: দিন ছয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট মেতেছিল ডেভন কনওয়েকে (Devon Conway) নিয়ে। নিউজিল্যান্ডের ২৯ বছরের ব্যাটসম্যান অভিষেকেই ইতিহাস লিখেছেন বাইশ গজে। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে লর্ডসের মাঠে সর্বোচ্চ রানের ইনিংসের নজির ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন। ২৫ বছর বাদে সেই রেকর্ড ভাঙেন কনওয়ে। তিনি ২০০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। সৌরভের সঙ্গে কনওয়ের বেশ কিছু চমকে দেওয়ার মতো মিল রয়েছে, শুধুই টেস্ট অভিষেকে লর্ডস সেঞ্চুরি নয়। 


আরও পড়ুন: Best Friend Day 2021: জীবনের 'দোস্তানা', ছাড়িয়ে বাইশ গজের সীমানা


সৌরভ-কনওয়ে দু'জনেই জন্মেছেন ৮ জুন। সৌরভ ১৯৭২ সালে কলকাতায়, কনওয়ে ১৯৯১ সালে জোহানেসবার্গে। সৌরভের আন্তর্জাতিক অভিষেকের ঠিক এক মাস আগে কনওয়ে পৃথিবীর আলো দেখেন।


সৌরভ-কনওয়ে দু'জনেই বাঁ-হাতি ক্রিকেটার।


সৌরভ-কনওয়ে দু'জনেই আন্তর্জাতিক অভিষেক করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সৌরভ ১৯৯২ সালের ১১ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক করেন সৌরভ। কনওয়ে গতবছরের ২৭ নভেম্বর ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই অভিষেক করেন, টি-২০ ফর্ম্যাটে।


সৌরভ-কনওয়ে দু'জনেই টেস্ট অভিষেক করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। 


টেস্ট অভিষেকেই সৌরভ-কনওয়ের লর্ডসে সেঞ্চুরি।


সৌরভের ৮৪ নম্বর টুপি মাথায় দিয়ে ওয়ানডে অভিষেক করেছিলেন, কনওয়েও সেই ৮৪ নম্বর টুপিতে টি-২০ অভিষেক করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)