ওয়েব ডেস্ক : প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হাডিন অস্ট্রেলিয়ার নতুন ফিল্ডিং কোচ নিযুক্ত হলেন। ২০১৯-এর বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্র্যাড হাডিন এলেন প্রাক্তন অজি ব্যাটসম্যান গ্রেগ ব্লিউয়েটের জায়গায়। আসলে, ব্লিউয়েট আবার সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছেন। ৩৯ বছর বয়সী ব্র্যাড হাডিন এর আগে অস্ট্রেলিয়া এ দলের কোচিং করিয়েছেন। এর পাশাপাশি, নিউজিল্যান্ড সফরের সময় তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার সহকারি কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন


শুধু তাই নয়। পাকিস্তান প্রিমিয়র লিগের দল ইসলামাবাদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দায়িত্ব পাওয়ার পর হাডিনের, সেই অর্থে প্রথম কাজ হবে এই মাসের শেষদিকে বাংলাদেশ সফরে। সেখানে দুটো টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। নতুন দায়িত্ব পেয়ে ব্র্যাড হাডিন বলেছেন, 'আমি যে সময় অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলেছি, তখন অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছে রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডসদের মতো ফিল্ডার। তাঁরাই অস্ট্রেলিয়ার ফিল্ডিংকে বিশ্বমানের করে তুলেছে। চাইব, সেই ধারা অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটারদের মধ্যেও বজায় রাখতে।'


আরও পড়ুন  হার্দিক পাণ্ডিয়ার প্রশংসা করলেন এবার কপিল দেব