নিজস্ব প্রতিবেদন: ৩৭ বছরে পা দিলেন দীনেশ কার্তিক (Happy Birthday Dinesh Karthik)। মঙ্গলবার 'কামব্যাক কিং' কার্তিককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বাইশ গজ। সদ্য়সমাপ্ত আইপিএলে (IPL 2022) যেন নবজন্ম হয়েছে কার্তিকের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) জার্সিতে ফুল ফুটিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। জীবনের সেরা ফর্মেই ক্রিকেট খেলেছেন কার্তিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮৩.৩৩-এর স্ট্রাইক রেটে করেছেন ৩৩০ রান। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন কার্তিকে। জুনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের জন্য নির্বাচকরা কার্তিককে রেখেই দল করেছেন। কার্তিককে তাঁর জন্মদিনে ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন দেশের জার্সিতে প্রত্যাবর্তনের জন্য।








কার্তিক ২০১৯ বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন কার্তিক। তিন বছর পর ফের জাতীয় দলে পেলেন ডাক। কলকাতা নাইট রাইডার্সেরজার্সিতে অত্যন্ত সাদামাটা দু'টি মরশুম কাটিয়ে ছিলেন তিনি। আইপিএলে ৫.৫ কোটি টাকায় তিনি আরসিবি-তে এসেছিলেন। দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন কার্তিক।


আরও পড়ুন: Singer KK Dies: কেকে'র প্রয়াণে শোকবিহ্বল কোহলি! আবেগি টুইট ব্যাটিং মহারথীর


আরও পড়ুনFrench Open 2022: 'লাল সুরকির রাজা'-র Djoker-বধ, ২২-র পথে আরও এক পা Nadal-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)