নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের দখল নেওয়ায় এখন শিরোনামে তালিবান (Taliban)। এবার 'তালিবান' ঢুকে পড়ল রাজস্থানে! জয়সলমেরের ভানিয়ানা গ্রামের এক স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলল 'তালিবান ক্রিকেট ক্লাব' (Taliban Cricket Club)। টুর্নামেন্টের আয়োজকরা এই ভুল বুঝতে পেরে দ্রুত  'তালিবান' দলকে টুর্নামেন্ট থেকে বার করে দেন। পরা ক্ষমা চেয়ে নেন তাঁরা। এই খবরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। জন্ম দেয় নতুন বিতর্কের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: Jasprit Bumrah অনন্য রেকর্ডের দোরগোড়ায়, হেডিংলিতে টপকে যেতে পারেন Kapil Dev কে!


যেখানে টুর্নামেন্ট চলছিল সেখান থেকে পোখরানের দূরত্ব ৩৬ কিমি। পোখরানে মূলত সংঘ্যালঘু সম্প্রদায়ের বাস। সংবেদনশীল জায়গা বলেই পরিচিত। এখানেই রয়েছে পোখরান পরমাণু বোমা পরীক্ষা কেন্দ্র। আয়োজকদের দাবি যে, অনলাইন স্কোরিংয়ের সময় ভুলটা হয়ে যায়। 'তালিবান' দলকে নিষিদ্ধও ঘোষণা করা হয়। সব মিলিয়ে এই ঘটনা মোটামুটি বিতর্কের ঝড় তুলে দিয়েছিল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)