ICC World Cup 2019: লর্ডসে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব
রবিবার লর্ডসে মেগা ফাইনালে মুখোমুখি নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন : একদিনের ক্রিকেটে এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব। রবিবার লর্ডসে মেগা ফাইনালে মুখোমুখি নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপের ডার্ক হর্স ছিল ব্ল্যাক ক্যাপসরা।
১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপে এবার নিয়ে মোট চারবার বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ইংল্যান্ড। এর আগের তিনবার- ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ সালে তিনবারই রানার্স হয়েই থাকতে হয়েছে ব্রিটিশদের। এবার একদিনের ক্রিকেটে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে মর্গ্যানদের সামনে।
আরও পড়ুন - ICC World Cup 2019: বার্মিংহামে ব্রিটিশরাজ! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড
অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠে কিউইরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই থাকতে হয় তাদের। ২০১৯ সালে ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। প্রথমবার বিশ্বজয়ের হাতছানি তাদের সামনেও। ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনাল।