বাংলাদেশের ক্রিকেটার আশরাফুলের বাবা মারা গেলেন
বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন প্রয়াত। বাংলাদেশের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরই নিজের বাবার মৃত্যুর খবর সবাইকে জানিয়ে দেন আশরাফুল। আশরাফুল বলেছেন, গত বেশ কিছুদিন ধরেই তাঁর বাবা হৃদরোগে ভুগছিলেন। ১০ বছর আগে তার হার্ট অপারেশন ও হার্টে রিংও নাকি পড়ানো হয়েছিল।
ওয়েব ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন প্রয়াত। বাংলাদেশের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরই নিজের বাবার মৃত্যুর খবর সবাইকে জানিয়ে দেন আশরাফুল। আশরাফুল বলেছেন, গত বেশ কিছুদিন ধরেই তাঁর বাবা হৃদরোগে ভুগছিলেন। ১০ বছর আগে তার হার্ট অপারেশন ও হার্টে রিংও নাকি পড়ানো হয়েছিল।
আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ
গত ১১ সেপ্টেম্বর থেকে আশরাফুলের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কয়েকদিন সেখানে চিকিত্সার মধ্যে থাকার পর তিনি মারা গেলেন। আশরাফুলের বাবার মৃত্যুর খবর পেয়ে সবাই তাঁর পাশে দাঁড়িয়েছেন। সতীর্থ ক্রিকেটাররাও তাঁর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন জানেন রঙ্গনা রানাওয়াতকে কী নামে ডাকলে রেগে যাচ্ছেন?